সিবিএন ডেস্ক
সমুদ্র দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরিতে কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য দিয়ে নির্মিত হয়েছে বিশাল এক দানব রোবট। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধা ও সিগাল পয়েন্টে স্থাপিত এ ভাস্কর্যটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিল্পীরা।
বুধবার (৪ ডিসেম্বর) এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
৬২ ফুট উচ্চতার এ রোবটটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ১০ মেট্রিক টন সামুদ্রিক প্লাস্টিক। পাশাপাশি দুটি ছোট আকৃতির দানবও তৈরি করা হয়েছে।
পর্যটকদের সচেতন করতে সৈকতে স্থাপন করা হয়েছে “প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর,” যেখানে প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ মানুষের মধ্যে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।