আব্দুস সালাম, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনদ্বীপ সমুদ্র সৈকতের সাগর থেকে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেন্টমার্টিনদ্বীপের উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে মরদেহটি ভেসে আসছিলো এবিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে অর্ধগলিত একটি অজ্ঞাত পুরুষের মরদেহ সাগর থেকে জোয়ারের পানিতে ভেসে আসে। এ ঘটনার খবর পেয়ে সেন্টমার্টিনদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি সমুদ্র সৈকত থেকে উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে অর্ধগলিত লাশটি দাফন করার ব্যবস্থা করা হবে বলে তিনি জানায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।