হ্যাপী করিম, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীর হোয়ানক এলাকায় অভিযান চালিয়ে শফি আলম ওরফে টোনাইয়া (৩৫) নামে এক পলাতক আসামি’কে আটক করা হয়েছে। এসময় তাঁর হেফাজতে রাখা ১টি দেশীয় বন্দুক, তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
গত ২৮ শে নভেম্বর দিবাগত ভোর রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের বারঘরপাড়া নামক এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
আটক শফি আলম (৩৮) কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়ার মৃত বদিউল আলমের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মহেশখালী থানার এসআই মহসিন চৌধুরী পিপিএম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক বারঘরপাড়া নামক এলাকা থেকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে এছাড়াও চারটি মামলা রয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।