উখিয়া প্রতিনিধি;

কক্সবাজার শহরে অস্ত্র নিয়ে আসার সময় আটক হয়েছেন দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)। গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে এই দম্পতিকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র।

এ ঘটনার সূত্রপাত সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, যখন ডিবি একটি গোপন সংবাদ পেয়ে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট এলাকায় অভিযান চালায়। পুলিশ সুপার মো. রহমত উল্লাহ জানান, মহেশখালী থেকে আসা একটি স্পিডবোটে সন্দেহজনকভাবে বসা দম্পতির আচরণ দেখে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি স্বীকার করেছেন যে তারা মহেশখালীর অস্ত্র কারখানা থেকে অস্ত্র সংগ্রহ করে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিলেন। কক্সবাজার সদর মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।