শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় দিনে-দুপুরে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে যৌথবাহিনী।
শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল হাদি সিকদার পাড়ার শান্তি বাজার এলাকায় মুনতাছির ম্যানশনে জুমার নামাজের সময়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা নুরুল আবছারের স্ত্রী রুনা আক্তার (৩৩) ও তার ছোট্ট মেয়ে ওয়াসিমা নুরে জারিয়া আক্তার (৭)। রুনা আক্তার একই এলাকার ২নং ওয়ার্ডের নাছিয়ার পাড়ার জাবের আহমেদের কন্যা।
জানা যায়, ব্যবসায়ী নুরুল আবছার মসজিদে জুমা নামাজ পড়ে ঘরে এসে স্ত্রী ও তার ছোট্ট মেয়ের গলা কাটা লাশ দেখে অজ্ঞান হয়ে পড়ে। পরে, তাঁকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এদিকে, খবর পেয়ে লেফটেন্যান্ট হামিদ হোসেন আদনান ও কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
নিহত রুনা আক্তারের ভাই হাফেজ সিরাজুল ইসলাম ও আমান উল্লাহ বলেন, জুমার নামাজ শেষে তাদেরকে ফোনের মাধ্যমে প্রথমে ভগ্নিপতি নুরুল আবছারকে ছুরির আঘাত করে বলে জানায়। কয়েক মিনিট পরে, আবার জানতে পারে তাদের ছোট বোন রুনা আক্তার ও ওয়াসিমা নুরে জারিয়া আক্তারকে দূর্বৃত্তরা ছুরিকাঘাতে নিহত করে। পরে তাৎক্ষণিক আমরা ছুটে আসি। এসময় তাদের ভগ্নিপতির পরিবারের সাথে কোন শত্রুতা নেই বলেও জানান তারা।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি মো আরমান হোসেন বলেন,স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কক্সবাজার জেলা থেকে সিআইডি একটি দল ঘটনাস্থলে আসার পথে রয়েছে বলে জানা গেছে।
