সিবিএন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন, সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, “সরকার বদলে গেছে, কিন্তু আমরা আগের মতোই আছি। মানুষের ভাগ্য বদলায়নি, সব কিছু আগের মতোই আছে, শুধু শেখ হাসিনা নেই।”
রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া মামলাগুলোতে এখনও বিএনপির নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “সরকার পরিবর্তন হলেও কেন বিএনপির কর্মীদের এই ভোগান্তি এখনও চলছে?” এ সময় তিনি মন্তব্য করেন, “এজন্যই বলেছি, সরকার আগের মতোই আছে, পরিবর্তন হয়নি।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে পুরো জাতি ব্যর্থ হবে। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ শতাংশ মানুষ ভোটে অংশ নেবে। ১৬ বছর ধরে জাতি অপেক্ষা করছে, তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে।”
বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় দুর্বল, এবং প্রশাসন দিয়ে সবকিছু সামলানো সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করে কাজ করতে হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।