আনোয়ার হোছাইন, ঈদগাঁও;

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আরো পাঁচ আওয়ামী নেতা গ্রেফতার হয়েছে ।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমানের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই জুয়েল ও অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত পৃথক অভিযানে পাঁচ আওয়ামী নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল হুদা,যুবলীগ নেতা শাহীন, ইসলামাবাদ আওয়ামী লীগ নেতা দিদার মেম্বার, যুবলীগ নেতা আজিজুল হক ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছার।

থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা মছিউর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,থানা পুলিশ পৃথক দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন স্থানে রাত ব্যাপী অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয় এবং তাদেরকে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় আদালতে সোপর্দ করা হয় ।।

উল্লেখ্য, আগের দিনও ঈদগাঁও উপজেলা থেকে আরো চারজন আওয়ামী নেতাকে আটক করে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছিল।