আব্দুস সালাম, টেকনাফ;
টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু হয়েছে। সারভ বাংলাদেশ ইউনিয়ন লিমিটেডের আয়োজনে নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে এ অভিযান শুরু করে।
বুধবার (২ অক্টোবর) সকালে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া এলাকা থেকে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ উদ্বোধন হয়ে টেকনাফ পৌরসভার সকল ওয়ার্ডে এ কার্যক্রম চলে। এছাড়াও সপ্তাহ পার হলেও জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র, উপজেলা প্রকৌশলী রবিউল হুসাইন, পৌর নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন ফয়েজী, পৌর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, সারভ বাংলাদেশ ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক মাওলানা হাফেজ ওমর ফারুক।
এ বিষয়ে টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আদনান চৌধুরি বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু হয়েছে। এছাড়াও ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য ২৪ ঘণ্টা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও কোনো ময়লা আবর্জনা থাকবেনা। তাছাড়া টেকনাফ পৌরবাসীর স্বার্থে আরও বিভিন্ন কার্যক্রম শুরু হবে। আশা করছি অল্প সময়ের মধ্যে টেকনাফ পৌরসভা সারা দেশের পৌরসভার মধ্যে বিখ্যাত পর্যটন নগরী ও বিখ্যাত পৌরসভায় রূপ নেবে ইনশাআল্লাহ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।