সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মালুমঘাট আইডিয়াল স্কুলের মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ সায়েদ।মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: জমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক নেতা আজিজুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন,ডুলহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শহীদুল ইসলাম, মাওলানা নুরুল আমিন,মাওলানা গিয়াস উদ্দিন। এতে ইউনিয়নের সনাতন ধর্মের অনুসারীসহ বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা হত্যার মাধ্যমে দেশকে ভারতের কাছে তুলে দিয়েছিল। সৎ নেতৃত্বের অভাবে দেশে বার বার দুর্নীতির রেকর্ড করেছিল। বীর ছাত্রজনতা স্বৈরাচার বিতাড়িত করেছে, আবার যেন সেই স্বৈরাচার যাতে ভিন্ন রূপে ফিরে আসতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া বৈষম্যমুক্ত ও কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।