নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদের সাথে বৃহস্পতিবার রাতে পেকুয়া উপজেলা সদরস্থ
জাতীয় এ নেতার বাসভবনে সাক্ষাৎ পরবর্তী মতবিনিময় করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ ও চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশের নেতৃত্বে সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দাশ, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নিলোৎফল দাশসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহ উদ্দিন আহমদকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।