নিজস্ব প্রতিনিধি :
ভারুয়াখালীতে সাবেক ছাত্রলীগ নেতা আমান উল্লাহ্’র নেতৃত্বে বসতভিটা জবর দখলে নিতে একের পর এক হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।
২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বর্ণিত ইউনিয়নের আনুর দোকান পুর্ব করিম সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় ছাত্রলীগ নেতা আমান উল্লাহ্, সোলেমান, নুরুল ইসলাম, গিয়াস উদ্দিন, আরিফুল হাসান জোসেফ ও জসিমের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার মোস্তাক আহমেদের বসতভিটা জবর দখলে নিতে হামলা চালায়। এ সময় এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে গেলেও একইদিন গভীর রাতে তারা আবারও দখল চেষ্টা চালায়।
এ সময় মোস্তাক আহমদ ও তার ভাই ফরিদুল আলম স্বপরিবারে এগিয়ে আসলে জবর দখলকারীদের হামলায় ফরিদুল আলমের স্ত্রী জাহানারা বেগম গুরুতর আহত হয়।
এর আগে ২৬ আগস্ট মোস্তাক আহমদ তার নিজ বসতভিটায় ঘর নির্মান করতে চাইলে তখনও কাজে বাঁধা দেয় চক্রটি। ঐ সময় বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলাও করা হয়। আর সে হামলায় আহত হয়েছিলেন রোমানা আক্তার ও ফরিদুল আলম সহ্ আরও কয়েকজন।
স্থানীয় মেম্বার ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে স্থানীয় লোকজন নিয়ে বিচার বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। এরা বিচার না মানলে আমার করার কিছুই নেই।
অভিযুক্তদের মধ্যে আমান উল্লাহ্’র সাথে কথা হলে তিনি জানান, পৈতৃক সম্পত্তি বন্টন না করে এরা ঘর নির্মাণ করতে চাইলে আমরা বাঁধা দিই। তবে হামলার মতো কোনো ঘটনা ঘটেনি।
এমন অবস্থায় রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
