রামু প্রতিনিধি:
রামু উপজেলার অন্তর্গত জোয়ারিয়ানালা ইউনিয়নে ২০১৯ সাল থেকে সামাজিক, জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সুনাম ছড়িয়ে আসছিল জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম। রক্তদান কার্যক্রম, বৃক্ষরোপণ, করোনা মহামারীতে ত্রাণ বিতরণ ও আক্রান্তদের সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ছিন্নমূলের মাঝে খাবার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উক্ত সংগঠনটি পুরো কক্সবাজার জেলায় সুনাম ছড়িয়ে ছিল।
নানা কারণে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা থাকলে আবারও সংগঠনকে উজ্জীবিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটি শুক্রবার, ২০ সেপ্টেম্বর সাধারণ সভার আয়োজন করে। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন তৌহিদুল ইসলাম বারেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন- জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মিজান উল্লাহ সিকদার, ৯নং ওয়ার্ডের সদস্য কামাল হোছন, উখিয়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহিম ও ইয়ুথ ফর পিচ এন্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট বেলাল উদ্দিন জয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- সংগঠনের সদস্য হাফেজ আজিজুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মকছুদুর রহমান অভি। এছাড়াও বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য প্রতিষ্ঠাতা এডমিন নুরুল আলম, অর্থ সম্পাদক সালাউদ্দিন, সদস্য আদনানুর রশিদ আমিন, দিদার মিয়া, এনামুল হক, লোকমান হাকিম প্রমুখ। সভায় আগামী একবছরের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।