সিবিএন ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার ১৪ নম্বর হাকিমপাড়ায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের তিন ছেলে: আব্দুর রহিম, আব্দুল হাফেজ, এবং আব্দুল ওয়াহেদ।

কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, ভারী বর্ষণে ক্যাম্পে তিনটি ঘর বিধ্বস্ত হয় এবং স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, বুধবার থেকে কক্সবাজারে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষের দুর্ভোগ বেড়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।