মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন।
উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজার আসারপথে বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে দুপুর ২ টায় আজিনগর ইসলামি মিশন হাসপাতাল পরিদর্শন করবেন। দুপুর আড়াইটায় চকরিয়ার একতা বাজারে ডা. আ: হালিমের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেল ৫ টায় উপদেষ্টা চকরিয়ার বরইতলী আল্লামা খতীব এ আজম (রঃ) এর পারিবারিক কবর জেয়ারত ও ফয়জুল উলুম মাদ্রাসা পরিদর্শন করবেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যের সাথে সাক্ষাৎ করবেন। এসব কর্মসূচীতে অংশ নেওয়ার পর বৃহস্পতিবার কক্সবাজারে সংক্ষিপ্ত সফর শেষে চকরিয়া থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে সড়কপথে রওয়ানা দেবেন বলে উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ছাদেক আহমদ প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।
প্রসঙ্গত, দেশে অন্তর্বতীকালীন সরকার গঠনের পর এই প্রথম একজন উপদেষ্টা কক্সবাজার সফরে আসছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।