সিবিএন ডেস্ক:

সংবিধানে মানবাধিকারের কথা বলা ছিল। কিন্তু ১৬ বছর এই সংবিধান আমাদের রক্ষা করতে পারেনি। আদালতও রক্ষা করতে পারেনি। ফলে এই সামগ্রিক বিষয় সংস্কার করতে হবে এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সময়গুলোতে ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে। সক্ষমতা থাকার পরও দুর্নীতির কারণে সড়কের বেহাল দশা হয়েছে। পদ্মা সেতু-মেট্রোরেলকে প্রতীকী হিসেবে দেখিয়ে উন্নয়নকে কলুষিত করা হয়েছে। তিনি যোগ করেন, কেবল ব্যক্তির বদল হলেই হবে না, ব্যবস্থার পরিবর্তন এই মুহূর্তে সবচেয়ে জরুরি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘১৮-এর কোটা সংস্কার আন্দোলন আবার ‘২৪-এ করতে হলো। আমরা কখনও ভাবিনি, বৈষম্যবিরোধী আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেবে এবং সবাই এতে অংশ নেবে। সরকারি বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্টের পর আমরা ভাবিনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় মাঠে নামবে। সাধারণ মানুষও মাঠে নামে। মাঝে মাঝে মনে হয়, শহিদ হওয়াটা সৌভাগ্যের। কেন আমরা সেই সৌভাগ্যবান হতে পারলাম না?

আবু সাঈদ হত্যায় জড়িত ২ পুলিশ সদস্য গ্রেফতার

তথ্য উপদেষ্টা বলেন, পুলিশকে আওয়ামী লীগ সরকার এমনভাবে ব্যবহার করেছে যে, এই পুলিশ এখনও আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়াতে পারছে না। সবক্ষেত্রে সংস্কার হলে শহিদদের ত্যাগ সার্থক হবে বলে জানান তিনি।

আরও খবর পেতে যুক্ত থাকুন কক্সবাজার নিউজ এর সাথে।