মোহাম্মদ আলমগীর চৌধুরী, ইদগাহ:
দীর্ঘ ১৫ বছর পর কক্সবাজারের ইদগাহ এলাকার মাছুয়াখালীতে ২৩টি বালু তোলার ড্রেজার মেশিন বন্ধ করা হয়েছে। সম্প্রতি, কক্সবাজার নিউজ (সিবিএন) এ “বালি পরিবহনের মেয়াদ বৃদ্ধিতে মোটা অংকের লেনদেনের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ অফিসের অধীন মাছুয়াখালী এবং কালিরছড়া বন বিট যৌথভাবে অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেয়। অভিযানে কিছু মেশিন এবং পাইপ ধ্বংস করা হলে বাকি মালিকরা বাধ্য হয়ে তাদের মেশিন সরিয়ে নেয়।
সরেজমিনে দেখা যায়, ইদগাহ ইউনিয়নের কানছিরা ঘোনা থেকে জইল্লারজুম পর্যন্ত প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা এখন ড্রেজিং মেশিন মুক্ত। ২৩টি ড্রেজার মেশিন বন্ধ হওয়া সাধারণ মানুষের কাছে একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে প্রাক্তন এমপি সাইমুম সরওয়ার কমলের প্রত্যক্ষ সহযোগিতায় কাইয়ুম উদ্দিনের নেতৃত্বে এই বালুমহালটি লুটপাট করা হচ্ছিল। তবে সরকার পরিবর্তনের পরও এই সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছিল।
স্থানীয় কৃষক এবং সাধারণ মানুষ বন বিভাগের এই পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ এতদিন ধরে তারা প্রশাসনের কাছে যেতে সাহস পেতেন না।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।