নিজস্ব প্রতিবেদক:
ফুয়াদ আল্-খতীব হাসপাতালের সঙ্গে নজরুল আব্বাস উদ্দিন সেন্টারের কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক চুক্তিতে হাসপাতালের পক্ষ পরিচালক ডা. শাহ আলম ও সেন্টারের সভাপতি এডভোকেট রমিজ আহমদ সাক্ষর করেন।

ঐ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।

এ সময় সেন্টারের প্রধান নির্বাহী এডভোকেট জিএএম আশেক উল্লাহসহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুয়াদ আল্-খতীব হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএম মো. ইকবাল বাহার, সিনিয়র কনসালটেন্ট (মেনটেনেন্স) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া, হাসপাতালের ব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন) এসএম আবু নোমান, ডেপুটি ম্যানেজার সাইফুদ্দিন খালেদ, সহকারী ম্যানেজার মসরুর আহমেদ, ইকবাল হাসান, সহকারী অফিসার (মার্কেটিং) আমিনুল হক, মার্কেটিং এক্সিকিউটিভ মো. জাহাঙ্গীর আলম, শাহজাহান, জামাল হোসেন, বেলাল উদ্দিন, আবছার কামাল।