আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁওতে শহীদ জয়নাল আবেদীন চৌধুরীর ২৮তম শাহাদাত বার্ষিকী ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর খতমে কোরআন পরবর্তী ঈদগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়ত ইসলামির সভাপতি মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাব উদ্দীনের নেতৃত্বে জামায়ত-শিবিরের নেতা কর্মীরা শহীদের কবর জেয়ারত করেন।পরে জোহরের নামাজের পর বায়তুশ শরফ মিলনায়তনে এক আলচনা সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ড সভাপতি মোবারক হোসাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় শহীদের স্মৃতিচারণ ও ইসলামি আন্দোলন সাফল্যের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন জামায়ত ইসলামী সভাপতি, সাবেক ছাত্র নেতা তৈয়ব উদ্দীন, ঈদগড় ইউনিয়ন নায়েবে আমীর ও উপজেলা কর্মপরিষদ সদস্য,সাবেক ছাত্র নেতা মওলানা ছৈয়দুল হক,ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল্ নোমান। উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়ত সাধারণ সম্পাদক অধ্যাপক মো: হাকিম আলী, মাস্টার মন্জুর আলম, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, ব্যবসায়ী গফুর আলম চৌধুরী,হাফেজ শামশুল আলম,সেলিম কাদেরী,মওলানা মো: শফি। পরে মুনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর ঈদগাঁও ফরিদ আহমদ কলেজে আওয়ামী -ছাত্রলীগের সন্ত্রাসীরা তখনকার শিবির নেতা জয়নাল আবেদীন চৌধুরীকে উপুর্যুপরি গুলি করে এক হাত কেটে নিয়ে নির্মমভাবে খুন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।