পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসন।
সোমবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় পেকুয়া সদর ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ করা হয়।
পেকুয়া উপজেলার বন্যা কবলিত এলাকার জন্য সরকার কর্তৃক ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ামিন হোসেন।
এসময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম, পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ নেওয়াজ আজাদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।