★রক্ত গরম, মাথা ঠান্ডা
নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের রক্ত থাকবে গরম, মাথা থাকবে ঠান্ডা। আমরা কোন প্রতিশোধ নেবোনা, কিন্তু আওয়ামী দুঃশাসনে জামায়াতের উপর যে ভাবে অবিচার ও জুলুম নির্যাতন হয়েছে, সেইসব অপরাধের জন্য বিচারের সম্মুখিন হতে হবে।
বুধবার বিকেলে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত শহীদ আহসান হাবিবের পরিবারের সাথে সাক্ষাত করতে যাওয়ার পথে চকরিয়া পৌরশহরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন জামায়াতে আমীর ডা: শফিকুর রহমান।
তিনি আরো বলেন, আওয়ামী স্বৈরশাসক ছাত্রদের উপর যে নিপীড়ন চালিয়েছে, যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচারও বাংলার মাটিতে হবে। ছাত্রজনতার রক্তের বদৌলতে এদেশে একদিন আল্লাহর রাজ কায়েম হবে। ছাত্রজনতার রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবেনা।
এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী মো: শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী প্রমূখ। পরে আমীরে জামায়াত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফাঁসিয়াখালী ইউনিয়নের শহীদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন। এসময় নিহতের বাবা-মা ও স্বজনদের সাথে কথা বলে সান্ত্বনা দেন।
