হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালীতে ভারী বর্ষণে পাহাড় ধসেপড়ে আবদুস শুক্কুর প্রকাশ মনু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৯ ই আগষ্ট (সোমবার) সকাল ১১ টায় দিকে উপজেলার কালারমারছড়া এলাকার উত্তর ঝাপুয়া বালাগুনিয়া পাড়ার বসতঘরের পার্শ্ববর্তী পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এই ঘটনা ঘটে।
নিহত- আব্দুস শুক্কুর প্রকাশ মনু মিয়া (৫০) মৃত মকবুল আহমদ পুত্র, এতে নিহত মনুর সদ্য বিবাহিত মেয়ে গুরুতর আহত হয়েছেন। আহত মোস্তারি (২০) তিনি স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ীতে বেড়াতে আসলে এ দুর্ঘটনার শিকার হয় বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহত অবস্থায় বাপের মরদেহ উদ্ধার করলেও আহত অবস্থায় কন্যাকে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে অঝোর ধারায় বৃষ্টিপাত হলে এ পাহাড় ধসের ঘটনা ঘটে প্রাণহানী হয়েছে।
স্থানীয় মহিলা ইউপি সদস্য সালমা আক্তার কলি পাহাড় ধসে এক ব্যক্তি মারা গেছে তাঁর মেয়ে আহত হয়েছে বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
