সিবিএন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহত হয়ে চিকিৎসাধীন এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে শুক্রবার বাদ জুমা বাইতুশ শরফ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি , যুবদল , ছাত্রদল, সেচ্ছাসেবক দল , শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগণ দোয়া মাহফিলে অংশ নেন।

দেশ জাতির সমৃদ্ধি , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহত হয়ে চিকিৎসাধীন এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রমিকদল সভাপতি সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী।

পরে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
