জালাল আহমদ, ঢাকা :
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ,বাংলাদেশ জামায়াত ইসলামির সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট বার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ আগস্ট বুধবার আসরের নামাজের পর মসজিদের ইমাম মুফতি আবু জাফর মোহাম্মদ সালেহ এই দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাবেক এজিএস অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, সাবেক কোশাধ্যক্ষ কামাল হোসেন, অ্যাডভোকেট আশরাফুজ্জামান প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।