সিবিএন:
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে ঝিলংজা আর্মি ক্যাম্পে ১৩ আগস্ট একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে সিভিল প্রশাসন ও পর্যটনের সাথে সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে জিওসি ১০ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি, সভাপতিত্ব করেন।
সভায় ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুন্নবী, পিএসসি, কমান্ডার ২ পদাতিক ব্রিগেড সহ অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পর্যটনের সাথে সম্পৃক্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয় এবং কক্সবাজারের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে এবং স্থানীয় ছাত্রসমাজ ও জনসাধারণের সহায়তায় কক্সবাজারকে আরও নিরাপদ ও ভ্রমণ উপযোগী করে তোলার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় যে, কক্সবাজারকে আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পাশাপাশি, ভবিষ্যতে যেকোনো ধরনের অনিশ্চয়তা দেখা দিলে বা সম্ভাবনা থাকলে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস প্রদান করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।