সংবাদ বিজ্ঞপ্তি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে নিহত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কৃতি সন্তান চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি শহীদ ওয়াসিমের মমতাময়ী মায়ের সাথে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং কোটা সংস্কার আন্দোলনে বীরত্বপূর্ণ ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আমীরে জামায়াতের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা মায়ের হাতে তুলে দেন। পরে সংক্ষিপ্ত এক স্মরণ সভা পেকুয়া উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে শহীদ ওয়াসিম আকরামের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দীর্ঘ ষোল বছর ধরে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘাড়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনে ছাত্র সমাজের ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নতুন বাংলাদেশ হোক সকল প্রকার বৈষম্য ও শোষণমুক্ত। অতীতের গ্লানি ভুলে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ দেশবাসীর সামনে উপস্থিত হয়েছে তা যথাযথভাবে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ করার সময় এসেছে। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হেদায়াত উল্লাহ, জামায়াত নেতা মাওলানা ছাবের আহমদ, বারবাকিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, পেকুয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, পেকুয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুজ্জামান মনজু, লক্ষ্যাচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কায়সার, স্থানীয় জামায়াত নেতা দিদারুল ইসলাম, সরফরাজ চৌধুরী, জয়নাল আবেদীন ও আবদুল মজিদ প্রমূখ।
কোটা আন্দোলনে নিহত ওয়াসিমের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।