এইচ এম রুহুল কাদের,চকরিয়া :
টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। চকরিয়া উপজেলা অংশে মহাসড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৩০জুলাই) সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ করতে দেখা যায় ।
বিশেষ করে চকরিয়া পৌরসভার প্রধান সড়ক(বক্স রোড),আজিজ নগর থেকে খুটাখালীর বিভিন্ন স্টেশন। চকরিয়া-মহেশখালীসড়ক,চকরিয়া-বেতুয়াবাজার সড়ক,শান্তিবাজার-ইয়াংচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গর্ত থাকায় মহাসড়কে যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও । এ ছাড়া ভাঙা অংশে যান চলাচলে সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। খানাখন্দের কারণে মহাসড়কের বিভিন্ন স্টেশনে যানজট লেগে থাকতেও দেখা যায়।
কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন,চকরিয়াতে টানা বৃষ্টি হওয়ার কারণে মহাসড়কে কিছু অংশে ছোট ছোট গর্ত হয়েছে। বৃষ্টি চলমান থাকায় ক্ষয়ক্ষতি নির্ণয় করা যাচ্ছে না। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতের কাজ পুরোদমে চলবে।
