আনোয়ার হোছাইন,ঈদগাঁও:
কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে অপহৃত ছাত্রীর সন্ধান মিলেনি ঘটনার দুই দিন পরও। এনিয়ে পরিবারে চলছে আহাজারি।
ভিকটিমের মায়ের দবি, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী,তার শিশু কন্যা স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ৪ যুবক তার মুখ চেপে ধরে জোর পূর্বক সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়। ঘটনা পরবর্তী জড়িত ৪ জনের নামে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো পর্যন্ত কোনো ধরনের হদিস পাননি মেয়ের।
ভিকটিমের মায়ের দাবি, অপহরণ ঘটনায় স্থানীয় আশেক উল্লাহ আবদুল্লাহ, সাদেক ও নাইম নামের চারজন জ’ড়ি’ত। তারা প্রভাবশা’লী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করছে না কেউ।
তবে স্থানীয়দের ধারণা, আশেক উল্লাহ নামের ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল।
কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, অ’ভিযোগের সুত্র ধরে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালছে।
চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ছাত্রী অপহরণের সত্যতা নিশ্চিত করেন।
চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, পরিবার থেকে অভিযোগ পেয়েই থানায় লিখিত অভিযোগ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য অপহরণে ব্যবহৃত সিএনজি চালককে আটক করে ঘটনার বিস্তারিত সংগ্রহ করে পুলিশ
Anwar
Anwar Hossain
