মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঈদগাও উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। তারমধ্যে, জালালাবাদ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১২ হাজার ৬৬৫ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ৭ হাজার ৬৫ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৬ শত জন। এ ইউনিয়নে কোন হিজড়া ভোটার নাই। প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে মোট ৩৭ টি।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদগাও আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৯২৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১০৮৫ জন এবং মহিলা ভোটার ৮৪২ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৫৯১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮৮৪ জন এবং মহিলা ভোটার ৭০৭ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি। ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লরাবাগ জমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৬৪০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯১৮ জন এবং মহিলা ভোটার ৭২২ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৫টি। ৪ নম্বর ওয়ার্ডের খামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৫২৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮৫৮ জন এবং মহিলা ভোটার ৬৬৫ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৫টি। ৫ নম্বর ওয়ার্ডের বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১২৮৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৩০ জন এবং মহিলা ভোটার ৫৫৩ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি। ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ১৩৯৫ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৮৫ জন এবং মহিলা ভোটার ৬১০ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি এবং অস্থায়ী বুথ রয়েছে ২টি। ৭ নম্বর ওয়ার্ডের মোহনভিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ৮১৮ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৪৭৯ জন এবং মহিলা ভোটার ৪১৯ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩টি। ৮ নম্বর নম্বর ওয়ার্ডের পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ১০৬৮ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৫৯১ জন এবং মহিলা ভোটার ৪৭৭ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩টি। ৯ নম্বর ওয়ার্ডের পালকাটা তাজবিদুল কোরআন হেফজখানা ভোট কেন্দ্রে মোট ভোটার ১৩৪০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৩৫ জন এবং মহিলা ভোটার ৬০৫ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি এবং অস্থায়ী বুথ রয়েছে ২টি।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঈদগাও উপজেলা নির্বাচন অফিসার আবু সুফিয়ান রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ২৮ এপ্রিল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।