হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ই অক্টোবর, (শুক্রবার) সকালে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সচিব এম নুরুল কাদের, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, কালারমারছড়া ও ধলঘাটা ইউপি সচিব লামং, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা জেএইচএম ইউনুস’সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, গ্রাম পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন..জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন নাগরিকের মৌলিক অধিকার। বর্তমানে সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জন্ম নিবন্ধন। একটি শিশু জন্ম নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বিনা খরচে করা যায় এবং আগামীতে সকল নাগরিককে শিশু সন্তানদের জন্ম নিবন্ধন করতে ইংরেজি ভাষায় সনদ গ্রহণ ও সঠিক তথ্য নিশ্চিত করে নিবন্ধন কাজে সহায়তা আহ্বান করেন।
আলোচনা সভার আগে মহেশখালী উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
