আবুল কাশেম, রামু:
রামুতে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসর এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ৬মে শনিবার বিকাল ৩টায় রামু উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে হিমছড়ি খেলাঘর আসর রামু’র উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সংগঠনের সভাপতি স্বপন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আড্ডা, গান, আবৃত্তি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা খেলাঘর আসর এর ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না।
বিশেষ অতিথি ছিলেন, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য ও নব সৃজনী খেলাঘর আসর রামু’র সভাপতি মৃনাল বড়ুয়া, হিমছড়ি খেলাঘর আসর এর সহ-সভাপতি এড. উৎপল বড়ুয়া, দরিযা খেলাঘর আসর রামু এর সভাপতি সংগীত শিল্পী মিনা মল্লিক, সিমুনিয়া খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক উত্তম দত্ত, নব সৃজনী খেলাঘর আসর এর সাংস্কৃতিক সম্পাদক শিক্ষিকা নিরুপমা বড়ুয়া বেবী, রম্য খেলাঘর আসর এর সংগঠক শিক্ষিকা শাপলা বড়ুয়া, হিমছড়ি খেলাঘর আসর এর সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, হিমছড়ি খেলাঘর আসর রামুর অন্যতম সংগঠক ও রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, খেলাঘর সংগঠক রাশেল করিম, হিমছড়ি খেলাঘর আসর এর সাংস্কৃতিক সম্পাদক কক্সবাজার বেতার এর উপস্থাপক রুবিনা পারভিন, রামুর বিশিষ্ট তবলা বাদক কমল দাস, বিপ্লব দাশ প্রমূখ।
খেলাঘর এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আড্ডার ফাঁকে ফাঁকে আবৃত্তি ও গান পরিবেশন করেন, সংগঠনের শিক্ষার্থী সীমা শর্মা, ইপ্তি মনি, অন্নি বড়ুয়া, চিত্রাংকি বড়ুয়া, অসিমা শর্মা।
সবশেষে রামু উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে কেক কেটে খেলাঘর এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল ভাবে উদযাপন করেন সংগঠনের সকল সংগঠক ও কঁচিকাঁচা বন্ধুরা।