মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে কারিতাস বাংলাদেশ’র বিভিন্ন কর্মসূচীর সহভাগিতা ও স্থানীয় জনগণের অংশ গ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলাস্থ বেসরকারী সংস্থা এনজেড একতা মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার এগ্রো ইকোলজি প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদারের সঞ্চালনায় ও মাইক্রোফাইন্যান্স’র আঞ্চলিক ব্যবস্থাপক মৃণাল কান্তি দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কারিতাস বাংলাদেশ’র সাধারণ পরিষদের সদস্য আর্চবিশপ লরেন্স সুব্রত হালদার প্রধান অতিথি ছিলেন। এতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের চ্যাপলিন ফাদার গর্ডেন ও সংস্থার বান্দরবানের কর্মসূচী কর্মকর্তা রুপনা দাশ বিশেষ অতিথি ছিলেন। সভায় সার্বজনীন প্রার্থনা পাঠ করেন, এরিয়া ম্যানেজার কামাল উদ্দীন। এ সময় রূপসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, গজালিয়া ইউনিয়নস্থ সাধুপিতর ধর্ম পল্লীর ফাদার সরোজ কস্তাসহ হেডম্যান, ইমাম, পুরহিত, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, ইউপি সদস্য ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। মাল্ডিমিয়ার মাধ্যমে সংস্থা কর্তৃক বাস্তবায়িত্ব কাজের বিস্তারিত তুলে ধরেন, গ্রো ইকোলজি প্রকল্পের বান্দরবান জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজিম। এতে জনপ্রতিনিধিরা কারিতাস বাংলাদেশ’র কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন, পার্বত্য অঞ্চলে একমাত্র কারিতাস বাংলাদেশই স্বচ্ছতার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে চলেছে। কারিতাসের উন্নয়ন কার্যক্রমের ব্যাপকতা বলে শেষ করা যাবেনা। তাই ভবিষ্যতেও এতদ্বঞ্চলের মানুষের জন্য মৎস্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে উন্নয়ন মূলক প্রকল্প গ্রহনের জোর দাবী তুলেন বক্তারা। শেষে প্রধান অতিথি আর্চবিশপ লরেন্স সুব্রত হালদার এতদ্বঞ্চলে কারিতাস বাংলাদেশ’র ্আঞ্চলিক কার্যালয় স্থাপনসহ দাবীকৃত প্রস্তাব বাস্তবায়নে প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।