প্রেস বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে ঈদগাঁও প্রেস ক্লাব। ২১ ফেব্রুয়ারি রাত ৮ টায় বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে যুগ্ন-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে শুরুতে কোরান তেলোয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেফাইল উদ্দিন, সহ সভাপতি জাহাঙ্গীর বাঙালী, সহ-সাংগঠনিক সম্পাদ সায়মন সরওয়ার কায়েম, সমাজ কল্যাণ সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, সদস্য এনামুল হক, আশফাক উদ্দিন আরফাত, গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৫২ সালে পাকিস্তান সরকারে রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে আন্দোলনে নেমে পড়ে। যার ফলে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছি। এ আন্দোলনের বাস্তব শিক্ষা এবং মূল ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে। এক্ষেত্রে সংবাদকর্মীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।