সিবিএন ডেস্ক :
উখিয়ায় অভিযান চালিয়ে ৬লাখ পিস ইয়াবাসহ মাহাত আমিন নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। শুক্রবার রাতে উখিয়া উপজেলার বালুখালীর উখিয়ারঘাট এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
খায়রুল ইসলাম বলেন, বালুখালীর সীমান্তবর্তী একটি এলাকা দিয়ে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশ করবে এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা চালানো হয়। পরে শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বালুখালী কাস্টমস স্টেশন মসজিদ সংলগ্ন এলাকা থেকে ছয় লাখ পিস ইয়াবার এই চালানটি জব্দ করে র্যাব-১৫-এর একটি অপারেশনাল টিম।
র্যাবের এই কর্মকর্তা বলেন, চালানটি জব্দ করার সময় মাদক কারবারি এই চক্রের সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যান। তবে চক্রের অন্যতম সদস্য মাহাত আমিনকে র্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।