এম.এ আজিজ রাসেল :
বিএসটিআই লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটার উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ফ্রেশ লাইফ ওয়াটার টেকনোলজি ট্রিটমেন্ট প্ল্যান্টকে এই অর্থদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বাণিজ্যিকভাবে মিনারেল ওয়াটার উৎপাদন ও বিপণন করার অপরাধে ফ্রেশ লাইফ ওয়াটার টেকনোলজি ট্রিটমেন্ট প্ল্যান্ট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণের নিমিত্ত বনফুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন ৩৯ আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ।