মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, তরুণ আইনজীবী এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান লিটন’কে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি পদে (Assistant public prosecutor) নিয়োগ দেওয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগের সলিসিটর অনুশাখার এক আদেশে এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান লিটন’কে এ নিয়োগ দেওয়া হয়।

এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান লিটন মহেশখালীর কুতুবজোম দৈলারপাড়ার মরহুম সলিম উল্লাহ খান ও তাহেরা বেগমের পুত্র। মহেশখালী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আবদুল্লাহ খাঁনের দৌহিত্র। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, একসময়ের বরন্য আইনজীবী মরহুম এডভোকেট আলহাজ্ব মোঃ আবুল বশর এর জামাতা। এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান লিটন এর সহধর্মিণী এডভোকেট সাকি-এ-কাউছার কক্সবাজার আইন কলেজের অধ্যাপক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি এবং একজন নারীনেত্রী, লেখক ও মানবাধিকার কর্মী। এডভোকেট নজরুল ইসলাম খান বর্তমানে কক্সবাজার শহরের হাজীপাড়া পাওয়ার হাউজ কবরস্থান রোডের “এডভোকেট হাউস” এ বসবাস করছেন।

নতুন এপিপি হিসাবে নিয়োগ পাওয়া মোহাম্মদ নজরুল ইসলাম খান লিটন বাংলাদেশ ছাত্রলীগ মহেশখালী উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ চট্টগ্রাম এম ই এস কলেজ শাখার নির্বাহী কমিটির সদস্য হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ১৪ মে এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান লিটন একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।

এদিকে, এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খান লিটন কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিজেএম) এর এপিপি হিসাবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।