সংবাদ বিজ্ঞপ্তি:
বেসরকারী উন্নয়ন সংস্থা “সোশ্যাল এইড” কক্সবাজারের উদ্যোগে রামু জগত জ্যোতি প্রাইমারী স্কুল প্রাঙ্গণে ৫ নভেম্বর ৫০টি অনাথ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ মাস ব্যাপী মাসিক খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র অনাথ পরিবারে ১ম মাসের নিন্ম লিখিত ১৩ আইটেমের খাদ্য যেমন: (প্রতি পরিবারে-চাল-৩০ কেজি, আলু-৩ কেজি, চিনি-২ কেজি, লবণ-১ কেজি, হরলিক্স-১ কেজি, মশুর ডাল-৪ কেজি, পেয়াজ-২ কেজি, সয়াবিন তেল-৫ লিটার, ডিম- ২৪টি, পাউডার দুধ-২ কেজি, টুথ পেষ্ট-২টি, সাবান- ৪টি, হুইল পাউডার-২ কেজি) বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট
এর ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য শুপ্ত ভূষণ বড়ুয়া। এছাড়াও
সোশ্যাল এইড” এর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট ইসহাক মিয়া, বিদ্যালয়ের অধ্যক্ষ অনুমিতা বড়ুয়া লোপা ও সমাজসেবক কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। “সোশ্যাল এইড” এর চেয়ারম্যান প্রসুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সংস্থার ভাইস চেয়ারম্যান স্বপ্না ভট্টাচার্য, জেনারেল সেক্রেটারী মো: নুরুল আজিম, নির্বাহী পরিচালক ইঞ্জি মোঃ বাবুল আকতারসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।