উখিয়ার কুতুপালং এলাকায় ফলিয়াপাড়া পাহাড়ে অভিযান চালিয়ে ‘অস্ত্র কারখানা’ থেকে তিন জন অস্ত্রের কারিগর আটক করেছে র‌্যাব। তারা হলেন বাইতুল্লাহ, হাবিবুল্লাহ ও মো. হাসান। এ সময় তাদের নিকট থেকে ১০টি অস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (৮ নভেম্বর) ভোরে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব-১৫ এর এ্যাডজুটেন্ট সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি জানান, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পাওয়ার পর সেখানে নজরদারি বাড়ানো হয়। অবশেষে সেখানে র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল সরকারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তিন জন অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। তারা অস্ত্র বানিয়ে ক্যাম্পে ডাকাতদের সরবরাহ করে আসছিলো বলে জানিয়েছে।

তাদের স্বীকারোক্তি মতে ১০টি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আবু সালাম চৌধুরী।