বার্তা পরিবেশক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার ২৮টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলা পরিষদের এডভোকেট শাহাবুদ্দীন আহমদ মিলনায়তনে এই উপহার বিতরণ করা হয়। কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক (২) বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার রতন কান্তি দে, সাধারণ সম্পাদক শিবলু পাল, পিএমখালী ইউনিয়নের সভাপতি মাষ্টার আশীষ শর্মা, চৌফলদন্ডী ইউনিয়নের সভাপতি সুরেশ শর্মা, সাধারণ সম্পাদক টিটু কান্তি দে, ভারুয়াখালী ইউনিয়নের সভাপতি আপন শর্মাসহ স্ব স্ব পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ। সরকারী নিদের্শনানুযায়ী পূজা মন্ডপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বাচ্ছলতা/দারিদ্রতা এসব বিষয় বিবেচনা করে ১৭টি প্রতিমা পূজায় ৮৫২ কেজি ও ১১টি ঘট পূজায় ১০০ কেজি করে চাউল বিতরণ করা হয়। পরে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক (১) বাবলা পালের আশুরোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়।