রামুর কাউয়ারখোপ যুবলীগের বিশেষ বর্ধিত সভা

সংবাদ বিজ্ঞপ্তি :
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৮ টায় কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে যুবলীগকে সুসংগঠিত থাকতে হবে। তিনি বলেন, অতীতে যারা নৌকা প্রতীকের বিরোধিতা ও সংগঠনের সাথে বেঈমানি করেছে, যারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ভূমিদস্যুতায় সম্পৃক্ত, তথা সমাজ বিরোধী কাজে জড়িত এমন ব্যক্তিকে যুবলীগসহ আওয়ামীলীগের কোন সংগঠনে স্থান দেয়া যাবে না।
সভায় রামু উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বাংলার আপামর জনসাধারণ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবমুখর ভাবে পালন করছে, ঠিক সেই সময়ে স্বাধীনতার পরাজিত শত্রু মৌলবাদী জামাত-বিএনপিচক্র দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের প্রতিহত করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের নেতা-কর্মীদের দায়িত্ব নিতে হবে।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, প্রচার সম্পাদক নবীউল হক আরকান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ রামুর সভাপতি শফিকুল আলম কাজল, তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।
কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফেরদৌস গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুলাহ সওদাগর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন যুবলীগ নেতা আব্দুর রহমান। সভায় কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সম্মেলন জাঁকজমক ও উৎসবমুখর করতে প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি সভার দিন ধার্য হয়।