সংবাদ বিজ্ঞপ্তি:
প্রতিবছরের মতো এবারও সৌদি আরব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই দিবস উদযাপন করা হয়েছে।

১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করেন। দীর্ঘ প্রায় ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রিকরণের ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়।

সেই থেকে ২৩ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়।
সৌদি আরবের ছোট-বড় প্রতিটি নগরীতে আলাদা আলাদাভাবে জাতীয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছিল।

এদিকে, সৌদি আরবের স্বাধীনতার ৯০তম দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মক্কা ও জেদ্দাভিত্তিক বাংলাদেশ প্রবাসী কক্সবাজার ভিত্তিক সংগঠন দ্যা কক্স স্টার সোসাইটির।

সংগঠনটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মালেক খলিফা, জামিল আব্দুল মাজিদ নিন্দানী, ড.ইসমাঈল আবুল হোসাইন, আমির হোসাইন আরমান, অলি উল্লাহ আশ শওকী, হাসান পিতিনি, সাঈদ আলী আরমান, ইউনুস আবু জাহারা, ফারুক আবুল কাশেম, ইউনুছ আবুল হোছাইন,জোবাইর আত্তার, আদনান উকিল।