অজানা শঙ্কা

প্রকাশ: ২০ জুলাই, ২০২০ ০৬:০৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


মোহাম্মদ রিদুয়ান

কি লিখবো ভেবে পাচ্ছি না
কলম চলেছে না।
লিখেওবা কি হবে,
ক’দিন বাদে হয়তো থাকবেনা আমার
কোন অস্তিত্ব!
হয়তো আমার সুঠাম দেহ
চলে যাবে
উদ্ভট কিছু পোকার দখলে!

কোয়ারেন্টাইনে আছি।
হাতে কাগজ কলম নিয়ে বসে
অপেক্ষমান চোখজোড়া হারিয়ে যায় অজান্তে ;
জানালার বাইরে, সবুজ ধানক্ষেতে
অধীর অপেক্ষা
কখন যে খিড়কি খুলে যায় রাষ্ট্রদ্বারের।
ফের দৃষ্টি নত হয়,
তন্দ্রা আসে।
নাহ্, অতিমাত্রায় ঘুমানো বোধহয় অনুচিত।
ঘড়ির কাঁটা ১টা ছুঁইছুঁই
যোহরের আযান ধ্বনিত হবে ক্ষণপরে,
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার”
কি সুমধুর ধ্বনি, তা সবে
কতইনা দুর্ভাগা আমি
আমার পাঁচ ওয়াক্ত নামাজ কাটে ঘরে।
ব্রিফিং শোনার বাকি ঢের একঘন্টা
মনে অজানা শঙ্কা,
লাশের সংখ্যা আজ কোথায় গিয়ে ঠেকে!