মুকিম খানঃ
দীর্ঘ চারমাস যাবত পর্যটন সেক্টর বন্ধ রয়েছে। হোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, বার্মিজ মার্কেট, বীচে ক্ষুদ্র ব্যবসায়ী, টমটম, সিএনজি অন্যান্য পরিবহনসহ সার্বিক সব কিছুই পর্যটক নির্ভর। এই সেক্টরে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। এখানে ট্যুরিস্ট আসলেই সবারই আয় রোজগার ভালো হয়। এখাত থেকে সরকার মোটা অংকের রাজস্ব আদায় করে থাকে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে লাখো মানুষ বেকার হয়ে গেছে। বেকার হওয়া প্রতিটা মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছে।
যেহেতু সরকার বাজার, মার্কেট, শপিংমল, গণপরিবহন খুলে দিয়েছে তাই স্বাস্থ্য বিধি মেনে পর্যটন সেক্টরও খুলে দেওয়া দরকার। আমি মনে করি, হোটেল সেক্টরে সবচেয়ে বেশি স্বাস্থ্য বিধি মানা সম্ভব।
তাছাড়া লোকজন দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে মানসিক ভাবে বিপর্যস্ত। মানসিক প্রশান্তির জন্য অনেকে বেড়াতে চলে আসবে।
তাই সরকারের কাছে আকুল আবেদন দ্রুত সময়ে পর্যটন খুলে দিলে যেমন অর্থনীতির চাকা ঘুরবে তেমন এই সেক্টরে বেকার হওয়া লোকজন তাদের কর্ম ফিরে পাবে।

মুকিম খান
সাধারণ সম্পাদক
কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি, কক্সবাজার।