কবিতায় জীবন

প্রকাশ: ১৪ জুলাই, ২০২০ ০২:৫১ , আপডেট: ১৪ জুলাই, ২০২০ ০২:৫৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে



আলমগীর হোসেন


কবিতায় মোদের শিলালিপি
কবিতায় খুলবো দোর
কবিতায় হবে ভাললাগা
কবিতায় হবে আলোকিত ভোর।

কবিতায় দেখাবো আলোর পথ
কবিতায় মুছবো অন্ধকার জগৎ
কবিতায় ঘুচাবো তিমির রথ
কবিতায় হোক দ্বীপ্ত সপথ।

কবিতায় শুনব পাখির কলতান
কবিতায় গাইব গুনগুনিয়ে গান
কবিতায় ফুটাবো মনোবাগানে ফুল
কবিতায় ফুটাবো শিউলি বকুল।

কবিতায় হাঁসবে ছোট্ট শিশু
কবিতায় গাইবে পল্লী বধু
কবিতায় হবে ছন্দের খেলা
কবিতায় হবে রঙের মেলা।

কবিতায় হবে প্রিয়ার ভালবাসা
কবিতায় হবে স্বপ্ন আলোর আশা
কবিতায় হবে বাবার স্নেহ আদর
কবিতায় হবে মায়ের মমতার কদর।

কবিতায় হবে আমার শৈষব স্মৃতিগুলি
কবিতায় হবে আমার কৈশরের ডাংগুলি
কবিতায় হবে লম্প ঝম্প আর দৌড়
কবিতায় হবে ভাই-বোনের কানামাছি ভৌঁ।

কবিতায় হবে বন্ধ অন্ধকার অলিগলি
কবিতায় হবে আলো জগতের সব অলি
কবিতায় হবে আমার জীবনটা বন্দি
কবিতার সাথেই করলাম জীবনের সন্ধি।