সিবিএন বিনোদন:

করোনাভাইরাসের কারণে এবছর ঈদে নাট্যাঙ্গনে খুব বেশি জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও সুনাম ইউটিউবে বেশ জনপ্রিয়তা পাচ্ছে বেশ কয়েকটি নাটক। এরমধ্যে ভিন্নধারার গল্প নিয়ে বানানো নাটক ‘খাটো জামাই’ একটি। নাটকটি প্রযোজনা করেছেন লিটন হায়দার। নাটকটি হাসির হলেও প্রতিবন্ধী ও শিশুদের নিয়ে সামাজিক মেসেজ দেখানো হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে গত ২৭ মে রেড ফিল্মস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে নাটকটি। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় শিশুশিল্পী সরিফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন নাসিমা খানম প্রিমা। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাটকটির পরিচালক ইদ্রিস হায়দারও।

সামাজিক সচেতনতার বিষয়ে হাস্যরসাত্মক নাটকটি রচনা করেছেন ঈশান হায়দার এবং সংলাপ লিখেছেন উৎস বিন লতিফ। এছাড়াও ‘জামাই বাবু রাজা’ শিরোনামে নাটকটির টাইটেল সঙ্গীত করেছেন ডি জে আলভী।