মদিনা সংবাদদাতাঃ
করোনা মহামারির কারনে খাদ্য সংকটে থাকা কক্সবাজার প্রবাসীদের বাসায় বাসায় গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে কক্সবাজার মাদানি ফোরাম।

ফোরামের সেক্রেটারি মোহাম্মদ জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে রবিবার (১৭ মে) সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

ফোরামের প্রচার ও অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মোতালেব ও মোর্শেদ আলমের সহযোগিতায় মানবিক কর্মসূচিটি ছিল বেশ প্রশংসার।

দীর্ঘদিন লক ডাউনের কারণে প্রবাসীদের কোন কাজ না থাকায় চরম হতাশা ও অর্থ সংকটে দিন কাটাচ্ছেন প্রবাসীরা। এভাবে চলতে থাকলে আগামীতে খালি হাতে দেশে ফেরত যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা। আশার কথা হচ্ছে সৌদি আরব সরকার করোনা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আর বাসস্থান জনিত কারনে সমস্যায় থাকলে তাদেরকে সরকারীভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে।

খাদ্য সংকটে থাকা প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ফোরামের সেক্রেটারি মোহাম্মদ জামাল উদ্দিন।