সিবিএন ডেস্ক
আগামী সাত দিনের মধ্যে মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনাল (অ্যান্টি-ট্রাফিকিং ট্রাইব্যুনাল) কাজ শুরু করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আনিসুল হক বলেন, ‘মানবপাচারে বাংলাদেশ এখন দ্বিতীয় স্তরে আছে। মানবপাচার দমনে যে আদালত স্থাপন করার কথা রয়েছে, তা যদি তাড়াতাড়ি না করতে পারি তাহলে আমাদের তৃতীয় স্তরে নামিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সাতটা অ্যান্টি-ট্রাফিকিং ট্রাইব্যুনাল স্থাপন করেছি। এই ট্রাইব্যুনাল সাত দিনের মধ্যে কাজ শুরু করবে।’ এটি বাংলাদেশ খুব প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।