অনলাইন ডেস্ক:
পাপিয়া কেলেঙ্কারির পর বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার এবং সাধারণ সম্পাদক অপু উকিল দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে সফল হয়েছেন। তবে প্রধানমন্ত্রী তাদের বলেন, তোমাদের মধ্যে কারা এসব অপকর্মে জড়িত, তাদের তালিকা দাও। কারা তাদের এনেছে সেটাও জানাও।

এই ঘটনার পর পরিস্থিতি ব্যখ্যা এবং তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য এর আগে যুব মহিলা লীগের এই দুই নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে একাধিক দফা চেষ্টা করেছেন বলে জানা গেছে। অবশ্য গণভবনের একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এমনিতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এইসব বিষয় আইনপ্রয়োগকারী সংস্থার বিষয়, এসব নিয়ে নিয়ে তিনি কথা বলতে আগ্রহী নন বলেই তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। অন্য একটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী এই ঘটনায় খুবই ক্ষুদ্ধ্ব এবং এই মুহুর্তে যুব মহিলা লীগের কমিটি বাতিলের প্রক্রিয়া চলছে। অন্য একটি সূত্র বলছে যে, এই দুই নেত্রী গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কিন্তু ওবায়দুল কাদের তাদের তীব্র ভৎসর্না করেন বলেই প্রত্যক্ষদর্শীরা জানান।

এখন আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, যুব মহিলা লীগের কমিটি বাতিল কিংবা এই দুজনকে নেতৃত্ব থেকে সরিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া এখন চলছে।
– আজকের সূর্যোদয়