প্রেস বিজ্ঞপ্তি :

সম্প্রতি ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ প্রতিষ্ঠান প্রাঙ্গণে অধ্যক্ষ লে, কর্ণেল মইনুল ইসলাম চৌধুরী (এলপিআর) এর সভাপতিত্বে সম্পন্ন হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর অধ্যক্ষ উপস্হিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। অতঃপর উপাধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী-এর স্বাগত বক্তব্যের পর অধ্যক্ষ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য প্রথমবার গঠিত মির্জা আহমেদ ইস্পাহানী হাউজ, মির্জা মেহ্দী ইস্পাহানী হাউজ, মির্জা আলী বেহরুজ ইস্পাহানী হাউজ ও বিবি রোকেয়া সোলতান হাউজ-এর হাউজ মাষ্টার যথাক্রমে সহকারী অধ্যাপক স্বাগতা শর্মা, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক আইউব আলী ও সহকারী অধ্যাপক জান্নাতুন নাহার এবং সহকারী হাউজ মাষ্টার যথাক্রমে সহকারী শিক্ষক জে এ মোঃ ফারহান, সহকারী শিক্ষক রুমকী সাহা, সহকারী শিক্ষক রাফিয়া জাহান ও সহকারী শিক্ষক ইকবাল হোসেন-কে হাউজ পিন পরিয়ে দেন। অতঃপর জাতীয় সঙ্গীতের তালেতালে অধ্যক্ষ জাতীয় পতাকা, উপাধ্যক্ষ প্রতিষ্ঠানের পতাকা ও চার হাউজ মাষ্টার নিজ নিজ হাউজের পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে গ্রুপ ভিত্তিক ক্রীড়া ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে অধ্যক্ষ সমাপনী বক্তব্য প্রদান করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মেডেল পরিয়ে পুরস্কৃত করেন। উল্লেখ্য প্রথমবারের মত ছাত্রছাত্রীরা উল্লেখিত হাউজ ভিত্তিক চারটি সারিতে বিভক্ত হয়ে সূশৃঙ্কলভাবে মাঠে উপস্হিত ছিল।