জহিরুল ইসলাম, এথেন্স, গ্রীস থেকেঃ

বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রীসের সাধারণ সভা ও নতুন ইংরেজি বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি গ্রীসের রাজধানী এথেন্সের একটি রেস্তোরাঁয় আলোচনায় সভাপতিত্ব করেন সোহরাব হোসাইন ইসমাইল।
সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি পরিচালনায় অংশ গ্রহণ আমজাদ হোসেন সাগর, নুর উদ্দীন, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, ক্রিড়া সম্পাদক মুহাম্মদ সায়মন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান সহপ্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক আজিজ উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন ও ওয়াসিম উদ্দীন, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, নজরুল ইসলাম, আবু তাহের, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল, সহসভাপতি মুহাম্মদ ইসহাক, উপদেষ্টা নুরুল আক্তার মিয়া।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহপ্রচার সম্পাদক মুহাম্মদ আজগর আলী।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্বের সমাপ্তি হয়।
সাংস্কৃতিক পর্বের শুরুতে চট্টগ্রামের বিশিষ্ট গায়ক আলতাফ হোসেনের পরিবেশনায় সবাইকে নাচিয়ে দারুণ উৎসাহ দান করেন। পরে প্রবাসি বাংলাদেশিদের একমাত্র সাংস্কৃতিক সংগঠন দোয়েল এর মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সকলকে চমৎকার একটি আনন্দ উৎসবের আমেজে জমিয়ে তোলেন।
শেষে রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।