মুহাম্মদ উল্লাহ মাহদীঃ
হিজরী সন গণনা এবং এর প্রয়োজনীয়তা অপরিসীম। ইংরেজি ও বাংলা নববর্ষ যে ঢাকঢোল পিটিয়ে করা হয় এবং যে অপচয় ও নীতি নৈতিকতার ধস নামে তা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু দুঃখ ও আপসোসের বিষয় হলো হিজরী নববর্ষ সম্পর্কে বেশির ভাগ মুসলিমেরা জানেনা এবং জানার প্রয়োজনীয়তা ও উপলব্ধি করতে সক্ষম হয়না। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ছিল একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ এবং মুসলিমদের জীবন বদলে দেওয়ার মত মহান শিক্ষা বদর, খন্দক, ওহুদ, মুতার যুদ্ধ থেকে শুরু করে অভূতপূর্ব মক্কা বিজয় এর মধ্যে দিয়ে পরাশক্তি গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কুফা ও ইরাকের গভর্ণর মুসা আশআরী (রাঃ) তৎকালীন সুপার পাওয়ার রাষ্ট্রের নায়ক কর্ণধার অন্যতম বিশিষ্ট সাহাবী ওমর ইবনে খাত্তাব (রাঃ) কাছে পত্র লিখেন সময় সন তারিখ না লিখার কারণে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমস্যা পতিত হচ্ছেন, সাথে সাথে বিচক্ষণ বুদ্ধি মত্তা ওমর (রাঃ) পরামর্শ শুরা ডেকে সিদ্ধান্তে উপনীত হন রাসুল (সাঃ) হিজরতের সময় থেকে হিজরী সন গণনা করা হউক, সেই থেকে প্রচলন হলো হিজরী নববর্ষ। তাছাড়া আরবী মাস গুলির মধ্যে অন্যতম বিভিন্ন ঐতিহাসিক ঘটণাবলী সংঘটিত হয়েছে তা মুসলিমদের জানা অতি গুরুত্বপূর্ণ কেননা আমলী জিন্দেগীর সাথে সে গুলি উৎপ্রোতভাবে জড়িত। এবং মানুষের জীবনের গাইড লাইন হিসাবে পথ হারা পথিককে পথের দিশা দেওয়ার জন্য কোরআনে করীম নাযিল হয়েছে একটি অন্যতম মাস রামাদানে তাছাড়া মহররমে রয়েছে ফজিলতপূর্ণ দিন। শাহরুল্লাহ আল্লাহর মাস হিসাবে খ্যাত রয়েছে চারটি মাস। এ মাস গুলিতে যুদ্ধ বিগ্রহ হারাম করা হয়েছিল এবং বান্দা আল্লাহর দরবারে দুটি সাদা কাপনের কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর
দরবারে হাজির হওয়ার ঘোষনা দিয়ে পবিত্র হাজ্জ সম্পাদন করে পূত পবিত্র হয়। তাই কোন মাসে কোন ঘটনাবলী রয়েছে মুসলিমদের জন্য জানা অতীব গুরুত্বপূর্ণ ও ফরজের মত আত্যবশক। পরিশেষে মহান মনিবের কাছে দোয়া করি, নতুন হিজরী শুরু ও শেষ পর্যন্ত আমাদের জীবনে বয়ে আসুক নবপল্লব ও আনন্দময় এবং আলোর দিশারী সবাইকে হিজরী নববর্ষের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে ইতি টানলাম, মা- আসসালাম।

লেখকঃ
মুহাম্মদ উল্লাহ মাহদী
সভাপতিঃ কক্সবাজার মাদানী ফোরাম
মদিনা মনোয়ারা, কে,এস,এ।